মহানগর সংঘরাজ ভিক্ষু পরিষদের কমিটি গঠিত

61

 

থেরবাদী বৌদ্ধদের সর্বোচ্চ সাংঘিক সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আওতাধীন বন্দর নগরী চট্টগ্রাম মহানগর সংঘরাজ নিকায়ভুক্ত সকল ভিক্ষু সংঘের মতবিনিময়ের মাধ্যমে গত ৩ জুন (দেবপাহাড়) ও ১২ জুন শনিবার ঐতিহ্যবাহী চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে মহানগরের অবস্থানরত সকল ভিক্ষু সংঘের ঐক্যমতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছর (২০২১-২০২৬) মেয়াদে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য সংঘরাজ, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ, শাসনশোভন- জ্ঞানভানক ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়। এতে সভাপতিত্ব করেন নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রতœ মহাথের। সভার সিদ্ধান্তক্রমে ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির মাধ্যমে মহামান্য সংঘরাজ বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয়কে প্রধান পৃষ্ঠপোষক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়। যথাক্রমে সভাপতি প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের (বেনুবন বিহার), অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির (ইপিজেড), সহ-সভাপতি ভদন্ত প্রিয়রত্ন মহাথের (নন্দনকানন), ভদন্ত প্রজ্ঞাপাল মহাথের (লিচুবাগান), সাধারণ সম্পাদক এম. বোধিমিত্র মহাথের (পাথরঘাটা), যুগ্ম সাধারণ সম্পাদক ভদন্ত তিলোকাবংশ মহাথের (মোগলটুলি), সহ সম্পাদক ভদন্ত ড. দীপংকর থের (বন্দর), বিজয়ানন্দ থের (আগ্রাবাদ), সাংগঠনিক সম্পাদক ভদন্ত শীলজ্যোতি থের (বন্দর), অর্থ সম্পাদক ভদন্ত রতনানন্দ থের (নন্দনকানন), ধর্মীয় সম্পাদক ভদন্ত তেজপ্রিয় থের (বহদ্দারহাট), প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত এস প্রিয়রত্ন থের (ইপিজেড), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত শাসন জ্যোতি থের (নন্দনকানন), দপ্তর সম্পাদক করুণানন্দ থের (অক্সিজেন), তথ্য প্রযুক্তি সম্পাদক ভদন্ত দেবরত্ন থের (নন্দনকানন), হিসাব পরীক্ষক ভদন্ত আর্য্যপ্রিয় মহাথের দেব পাহাড়), প্রকল্প সম্পাদক বনশ্রী থের (ইপিজেড), শিক্ষা বিষয়ক সম্পাদক ভদন্ত অগ্রলংকার থের (বহদ্দারহাট), চিকিৎসা বিষয়ক সম্পাদক ভদন্ত জয় জ্যোতি থের (নন্দনকানন), সদস্য ভদন্ত লোকপ্রিয় মহাথের (সংঘরাজ বিহার), ভদন্ত সুরিয়বংশ থের (মোগলটুলি), ভদন্ত ইন্দ্র বংশ ভিক্ষু (বায়েজিদ), ভদন্ত সুভদ্র থের (নন্দনকানন), ভদন্ত ধর্মমিত্র থের (দেবপাহাড়)।