মমতার উদ্যোগে নিরাপদ খাদ্য দিবস পালিত

35

সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই প্রতিপাদ্যে পিকেএসএফ এর স্যোশাল এ্যাডভোকেসি এন্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের সহায়তায় মমতার পরিচালনাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলার বরকলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৪ ফেব্রূয়ারি মমতার বরকল শাখায় আয়োজিত এক আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননী। অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্য রাখেন মমতার প্রধান নির্বাহী আলহাজ রফিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ ও মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। সহকারী পরিচালক পার্থ-সারথী বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক প্রদীপ কুমার দে ও মমতার সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচির কর্মকর্তা-কর্মীবৃন্দ। এর আগে সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রতি গুরুত্বরোপ করেন এবং নিরাপদ খাদ্য গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে পারিবারিকভাবেই সচেতন হওয়ার তাগিদ দেন। আলোচনা সভা শেষে সমৃদ্ধি’র স্বাস্থ্য পরিদর্শকদের মাঝে ডিজিটাল স্বাস্থ্য কর্মসূচির আওতায় স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয় এবং সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা বৃদ্ধিকল্পে আরও আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়। উল্লেখ্য, দারিদ্রতা দূরীকরণের লক্ষে দরিদ্র পরিবার সমুহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে পিকেএসএফ এর সহায়তায় সমৃদ্ধি কর্মসুচি বাস্তবায়ন করছে মমতা। বিজ্ঞপ্তি