ভারতকে নাৎসিবাদের দিকে নিচ্ছেন মোদি : অভিজিৎ

30

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের জার্মানিতে পরিণত করছেন বলে মন্তব্য করেছেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারত এখন হিটলারের নাৎসিবাদী জার্মানি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) মুখোশধারীদের হামলার ঘটনার নিন্দা জানাতে গিয়ে সোমবার তিনি এসব কথা বলেন।রবিবার সন্ধ্যায় জেএনইউতে প্রবেশ করে হামলা চালায় একদল মুখোশধারী। লাঠি ও পাথর হাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ত্রাসের সঞ্চার করে তারা। হামলায় অন্তত ৩৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৯ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক। ঘটনার পর সংবাদমাধ্যমের অনুসন্ধান থেকে জানা যায় বিজেপি-সংশ্লিষ্ট হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন এবিভিপি এই হামলা চালিয়েছে।
হামলার ঘটনায় স্তম্ভিত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি বলেন, তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকারের উচিত সত্য সামনে আনা। আমার মনে হয় গোটা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি নিয়ে ভাবার সময় এসে গেছে। আমরা যেন জার্মানির নাৎসি জমানার প্রতিধ্বনি শুনতে পারছি ভারতে বসে।