ব্রাহ্মণ সংসদ চন্দনাইশ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

46

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চন্দনাইশ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত ২৭ ডিসেম্বর সকালে ঐতিহ্যবাহী শুক্লাম্বর (দিঘী) পীঠ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি পন্ডিত সত্যজিত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সমাজসেবক অরূপ রতন চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের আহবায়ক ড. বিপ্লব গাঙ্গুলী। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণ সংসদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পন্ডিত দিলীপ চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক পন্ডিত কাঞ্চন ভট্টাচার্য্যরে সঞ্চালনায় বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব সমীর চক্রবর্তী, দক্ষিণ জেলার সহ-সভাপতি পন্ডিত তপন ভট্টাচার্য ইমন, ব্রাহ্মণ সংসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক পন্ডিত আশুতোষ চক্রবর্তী, দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দেব, ব্রাহ্মণ সংসদ উত্তর জেলার সাধারণ সম্পাদক পন্ডিত অনির্বাণ ভট্টাচার্য্য, চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী (বিশু), সাংগঠনিক সম্পাদক আকাশ চক্রবর্তী, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মনোতোষ চক্রবর্তী, বরমা ইউপি সদস্য অমর ভট্টাচার্য্য, ইউপি সদস্য তারানাথ চক্রবর্তী, সমাজসেবক দিলীপ ভট্টাচার্য্য, শুক্লাম্বর দিঘী উন্নয়ন কমিটির সভাপতি হারাধন দেব, সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্ত প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পন্ডিত সত্যজিত ভট্টাচার্য্যকে সভাপতি, পন্ডিত কাঞ্চন ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক, সমর ভট্টাচার্য্যকে অর্থ সম্পাদক ও রতন চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চন্দনাইশ উপজেলা শাখা গঠন করা হয়। বিজ্ঞপ্তি