বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

12

 

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক সেমিস্টার পড়াশোনার জন্য বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। এটি একটি ফুল ফ্রি বৃত্তি। এই প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার। ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। নিজ দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্ত করতে হবে। নিজ দেশে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ হবে। ২০২১ সাল পর্যন্ত গেøাবাল ইউগ্রেড প্রোগ্রামে বাংলাদেশের ৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তি