বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার পেট্রোলবোমা পাওয়ার দাবি হংকং পুলিশের

46

বিক্ষোভকারীরা ছেড়ে যাওয়ার পর হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় চার হাজার পেট্রোলবোমা পাওয়ার দাবি করেছে সেখানকার পুলিশ। দুইদিন ধরে অভিযান চালিয়ে শুক্রবার সেখানে বিস্ফোরকদ্রব্য, এসিড ও অস্ত্র পাওয়া গেছে বলে জানানো হয়েছে। পরে ক্যাম্পাসটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হংকংয়ে চলমান বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেখানে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। পরে মূল প্রবেশপথ বন্ধ করে দিলে ভেতরে আটকা পড়ে কয়েক হাজার বিক্ষোভকারী। প্রায় দুই সপ্তাহ ধরে পুলিশের প্রবেশ ঠেকিয়ে রাখার পর বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রবেশে সক্ষম হয় কর্মকর্তারা।
শুক্রবার হংকং পুলিশ জানিয়েছে, পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করায় ১ হাজার ৩৭৭ জনকে আটক করা হয়েছে। ক্যাম্পাস ত্যাগের সময় আটক হয়েছে ৮১০ জন। আর আশপাশের এলাকা থেকে আটক হয়েছে ৫৬৭ জন। অবরোধের মধ্যে পাঁচদিন পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন ১৯ বছর বয়সী শিক্ষার্থী এলভিস। তিনি বলেন, ব্যারিকেড তৈরি করতে চেয়ার-টেবিল সব নিয়ে যাওয়া হয়। ফলে আমরা সবাই মাটিতে ঘুমাতাম। তারপরও সেটা আরামের ছিল। কারণ, সবাই খুবই ক্লান্ত থাকতাম। তিনি বলেন, ‘অনেকেই ধরা পড়েছিল। তিনবার আমরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কারণ, পুলিশ আমাদের দিকে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। মনে হয় না তারা আমাদের পালাতে দিতে চেয়েছে। পরিস্থিতি ছিল খুবই ভীতিকর। সব জায়গায় রক্ত ছড়িয়ে ছিল’।