বিল্স’র এডভোকেসি সভা

11

 

সরকারের কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে চট্টগ্রামের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও বিল্স কর্মকর্তাদের এক এডভোকেসি সভা বিল্স-এলআরএসি চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিকনেতা এ এম নাজিমউদ্দিনের সভাপতিত্বে সংস্থার আগ্রাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নাইমুল আজিজ, রাজু আহমেদ, বিল্স-সহযোগি বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খান, রবিউল হক শিমূল, মো. আলী, ফজলুর কবির মিন্টু, হাসিবুর রহমান বিপ্লব প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন বিল্স-এর পাহাড়ী ভট্টাচার্য।সভায় চট্টগ্রামের ঝুকিঁর্পূণ কর্মপরিবেশে বিশেষত অপ্রাতিষ্টানিক খাতে কর্মরত শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতকরণ, শ্রম-আইন স্বীকৃত অপরাপর সুবিধাদি ও প্রাপ্য অধিকার সুরক্ষায় কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকবৃন্দের নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিল্স-এর পক্ষ হতে লাইট এল্যুমিনিয়াম ফ্যাক্টরীতে কমৃরদ শ্রমিকদের আইনী অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ ইস্যুতে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করা হয়।