বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৩ চেয়ারম্যান

14

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী। গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে বিষয়টি নির্ধারণ করা হয়। আগামী ১১ নভেম্বর এসব ইউনিয়নে নির্বাচন হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন লেলাং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন, আবদুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. অহিদুল আলম ও বক্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম সোলায়মান।
দ্বিতীয় ধাপে ফটিকছড়ির ১৪টি ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন ৬২৫ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১১০ জন এবং সদস্য পদে ৪৫৭ জন। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ৩৬, সংরক্ষিত সদস্য পদে ১০৫ এবং সদস্য পদে ৪২১ প্রার্থী নির্বাচনে লড়বেন। এ ধাপের বাকি ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৩ জনের মধ্যে ২৫ জনই স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। নির্বাচন নিয়ে আমাদের যাবতীয় কার্যক্রম পুরোদমে চলছে। আশা করছি, আমরা একটি সুষ্ঠূ ও অবাধ নির্বাচন উপহার দিতে পারব।