বায়তুল মামুর মসজিদে সিটি মেয়রের অনুদান

59

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হলো মসজিদ। মসজিদ অল্লাহর ঘর। মসজিদ নির্মাণ শুধু নামাজ আদায়ে জন্য নয় বরং মসজিদ নির্মাণ করা হয়ে থাকে সবার কল্যাণের জন্য। একটি মসজিদ পুরো এলাকার জন্য আলোক বর্তিকা হিসেবে কাজ করবে। তিনি বলেন আমাদের নবী করীম (স.) এর মসজিদ ছিল সর্ব শ্রেনীর মানুষের জন্য উম্মুক্ত। প্রিয় নবী মসজিদ থেকেই সবার প্রয়োজন মেটাতেন। মেয়র বলেন, মসজিদে প্রতিদিন পাঁচবার হাজির হওয়ার মাধ্যমে নিয়মাবর্তীতার শিক্ষা লাভ হয়। তিনি ছেলে-মেয়েদের পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষার মাধ্যমে নীতি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মুসল্লীদের প্রতি আহবান জানান। গত শুক্রবার দুপুরে নগরীর কালা মিয়া বাজার ইসহাকের পুলস্থ বায়তুল মামুর জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করতে গিয়ে মুসল্লীদের উদ্দেশ্যে মেয়র এসব কথা বলেন। এসময় মেয়র মসজিদের উন্নয়নে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা অনুদার হিসেবে মসজিদের খতীবের হাতে তুলে দেন। এসময় রাজনীতিক নোমান আল মাহমুদ, মো. ঈসা, মোনাফ হাজী, আবদুল আজিজ, মো. সোলাইমান, নুরুল আব্বাস, সৈয়দ হোসেন, হাজী ইউসুফ, মো. এয়াকুব, মো. বাদশা, নুরুল আজিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি