বান্দরবানে লংগদু পাখুয়াখালী গণহত্যা দিবসের আলোচনা সভা

23

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের অরক্ষিত সীমান্তে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে সরকারের প্রতি আহবান জানালেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। বুধবার সকাল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার আয়োজনে হোটেল রিভারভিউ সংলগ্ন মুসাফির পার্কস্থ জেলা কার্যালয় মিলনায়তনে রাঙ্গামাটির লংগদু উপজেলার পাখুয়াখালী গণহত্যা দিবসের আলোচনা সভা উপলক্ষে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো.নাছির উদ্দীন, জেলার সহ-সভাপতি রুহুল আমিন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজালাল,সহ-সাংগঠনিক সম্পাদক মো.নুরুল আবচার, মো.কামাল,উপজেলা সাধারণ সম্পাদক মো. আবদুল হক, মো. মিজানুর রহমান আখন্দ ও আবদুল্লাহ আল মামুন।এদিকে আলোচনা সভায় বক্তারা আরো বলেন, যে সমস্ত অরক্ষিত সীমান্ত এলাকা রয়েছে প্রত্যেকটি এলাকার মধ্যে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে।সম্প্রতি সময়ে বান্দরবানে অনেক হত্যাকান্ড,গুম, রাহা জানি, ঘটে চলেছে এর একমাত্র কারণ অরক্ষিত স্থানগুলোতে প্রশাসনের তেমন বেশি প্রভাব না থাকা। তাই বান্দরবানের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সরকারের প্রতি আকুল আবেদন বান্দরবানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রশাসনের নজরদারি বাড়ানো হোক এবং দুর্গম এলাকায় প্রশাসনিক ক্যাম্প গড়ে তোলা হোক।