বান্দরবানের দুটি কলেজ পেল প্রধানমন্ত্রীর বাস

0
বান্দরবানের দুটি কলেজ পেল প্রধানমন্ত্রীর বাস

বান্দরবান সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে নতুন দুটি বাস শুভেচ্ছা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিক ভাবে বিআরটিসির এই দুটি বাস কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
কলেজে যুক্ত দুটি বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এতে দূর দূরান্তের শিক্ষার্থীরা পরিবহন সংকট থেকে মুক্তি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী সরকারের শিক্ষা উন্নয়নে নানাদিক তুলে ধরে বাসগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা ও যত্ন নেওয়ার পরামর্শ দেন।
এসময় জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসাইন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদুল আমিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রদীপ বড়ুয়া, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।