বাণী অর্চনা উপলক্ষে কলাউজানে শ্রীমদ্ভগবদ্গীতা জয়ন্তী উৎসব

105

লোহাগাড়ার উত্তর কলাউজান শ্রী রাধাকৃষ্ণ যোগাশ্রমে সার্বজনীন শ্রী বাণী অর্চনা ও শ্রী দেবী কুসুম গীতা বিদ্যাপীঠের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমদ্ভগবদ্গীতা জয়ন্তী উৎসব গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কলাউজান নাথপাড়া মহোৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন যোগীবর শ্রীমৎ স্বামী মহিমানন্দ পরমহংসদেব। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের পৃষ্ঠপোষক তপন কান্তি ধর। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঝুন্টু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন, দক্ষিণ জেলা সংসদের দপ্তর সম্পাদক শিমুল দাশ, লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি সুলাল ধর, কলাউজান নাথপাড়া মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ডা. মৃদুল কান্তি নাথ, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক মৃদুল শীল, লোহাগাড়া আধুনিক হাসপাতালের পরিচালক অরুন পাল, বাগীশিক কলাউজান ইউনিয়ন সংসদের সভাপতি অসীম দাশ, সমাজসেবক মিহির সরকার, সমীর ধর, বাগীশিক চাম্বল ইউনিয়ন সংসদের সভাপতি স্বরূপ দেবনাথ, বিদ্যার্থী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক রাজিব দেবনাথ, সমাজসেবক স্বপন কান্তি নাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দেবী কুসুম গীতা বিদ্যাপীঠের প্রধান উপদেষ্টা পাঁচকড়ি দেবনাথ। সঞ্চালনায় ছিলেন দেবী কুসুম গীতা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা বসন্ত কুমার নাথ। বিজ্ঞপ্তি