বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

8

 

বোয়ালখালীতে চ্যাম্পিয়ন পৌরসভা
বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা গতকাল বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় বোয়ালখালী পৌরসভা ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন। এতে বোয়ালখালী পৌরসভা ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তাহমিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌরমেয়র মো. জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, জাহাঙ্গীর আলম, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু, ডা. মহিউদ্দিন আশরাফ, হেলাল উদ্দিন টিপু, হারুনুর রশিদ বাবলু, সৈয়দ জসিম উদ্দিন, দেবু পুরোহিত, জিয়াউর রহমান, মো. শওকত প্রমুখ। শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মিরসরাইয়ে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭’র চ্যাম্পিয়ন হয়েছে মিরসরাই পৌরসভা একাদশ। গত রোববার মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে হারিয়েছে। খেলায় ম্যান অব দ্য ফাইনাল এবং টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী দলের তারেক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাস্টার দিদারুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব।
এর আগে গত ২২ মে সকালে একই মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। এ টুর্নামেন্টের মাধ্যমে জেলা পর্যায়ে খেলার জন্য খেলোয়াড় বাছাই করা হয়েছে। টুর্নামেন্টে উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা দল অংশ নেয়।
রাউজানে গুজরা বোর্ড ও ডাক্তার রাজা মিয়া প্রাইমারি স্কুল ইউনিয়ন চ্যাম্পিয়ন
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল গুজরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বঙ্গমাতা ফুটবলে গুজরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯-২ গোলে উত্তর গুজরা ডাক্তার রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বঙ্গবন্ধু ফুটবলে উত্তর গুজরা ডাক্তার রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-৬ গোলে কাগতিয়া একেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলা শেসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ।
গুজরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাসান সিদ্দিকী কোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মুবিন, সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার হাজারী, ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান সোহেল, আবু তাহের মেম্বার, ইলিয়াস মেম্বার, মোহাম্মদ রফিক, শিক্ষক নুরুল হুদা, প্রধান শিক্ষক নাঈমা হক, জাফর আহমেদ, জালাল আহমদ, আবদুল মালেক, কার্তিক দত্ত, শাহাদাত হোসেন, সন্ধ্যা বড়ুয়া, লিয়াকত, আকবর আলী জয়, সমীরন দাশ, সাফায়ত হোসেন তৌহিদ, সালাউদ্দিন মানিক, সাবেক ফুটবলার, ইব্রাহিম বাদশা, সুজিত বড়ুয়া, জাহেদুল আলম, রিমন, নেয়ামত আলী।