‘ফেসবুকে আমি নাম্বার ওয়ান’

0
‘ফেসবুকে আমি নাম্বার ওয়ান’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ব করে দাবি করেছেন, ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তাকে বলেছেন ফেসবুকে তিনি ‘নাম্বার ওয়ান’। এক ডিনারে জাকারবার্গ একথা বলেন তা উল্লেখ করলেও সেটি কখন হয়েছিল সে ব্যাপারে কিছু বলেননি তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, রেডিওতে অনুষ্ঠিত এক লাইভ ইন্টারভিউতে ট্রাম্প বেশ গর্ব করে দাবি করেন, জাকারবার্গের সঙ্গে ডিনার করার সময় ফেসবুক সিইও তাকে বলেছেন, আমি আপনাকে (ট্রাম্পকে) অভিনন্দন জানাতে চাই আপনি তো ফেসবুকে এক নম্বরে রয়েছেন! এসময় নিজের বার্তা দেওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, অনেক সংবাদমাধ্যমই তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে। টুইটারে সাত কোটি ফলোয়ার রয়েছে ট্রাম্পের। তিনি বলেন, আমার মনে হয়, এ মাধ্যমটি না থাকলে আমরা হারিয়ে যেতাম। আমাদের পক্ষে সত্য প্রকাশ করা সম্ভব হতো না।