ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

17

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জাপান সাগরে দুইটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর এই পরীক্ষা চালায় পিয়ংইয়ং। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত বছর পারমাণবিক পরীক্ষা বন্ধ এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ধ্বংস করা হয় একটি পারমাণবিক স্থাপনা।
এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। কিম বাজে চুক্তির প্রস্তাব করেছেন এমন অভিযোগ করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। গত অক্টোবর মাসে কৌশলগত নিয়ন্ত্রিত অস্ত্র পরীক্ষার কথা স্বীকার করে পিয়ংইয়ং। গত জুনে ট্রাম্প এবং উনের মধ্যে সাক্ষাতের পর জুলাইয়ের শেষদিকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সর্বশেষ ২৮ নভেম্বর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। চলতি বছরে এটি দেশটির ১৩তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ইয়ংপোর ল্যাঞ্চার থেকে দুইটি প্রোজেক্টইল উৎক্ষেপণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ৯৭ কিলোমিটার উচ্চতায় উঠে ৩৮০ কিলোমিটার পথ অতিক্রম করে।