ফতেয়াবাদ পল্লী সংগঠনের ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সভা

132

হাটহাজারীর ফতেয়াবাদ পল্লী সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভা গত ৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চিকনদÐী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান জামান বাচ্চু। সংগঠনের উপদেষ্টা বিশ্বনাথ চৌধুরীর সভাপতিত্বে ও নটরাজ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য লিটন দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনধীর চৌধুরী, ফতেয়াবাদ মহাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি দে, ফতেয়াবাদ মহাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুপ ঘোষ টিটু ও ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সুমন চৌধুরী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন পালিত, বিদ্যুৎ চৌধুরী, রঞ্জন চৌধুরী সজল, অরূপ রায়, লিটন ধর, ধীমান পাল, পলাশ কান্তি চক্রবর্তী, রুবেল নন্দী, অপরেশ চক্রবর্তী, প্রসেনজিৎ চৌধুরী, রুমেন নন্দী, সনি পাল, জিকু শীল, জনি শীল, সৈকত নন্দী, নোবেল সুর, সম্পদ দাশ, জয় চৌধুরী, সন্জয় শীল, দীপ্ত চৌধুরী, সিপ্ত চৌধুরী, জিসান শীল, অমিত শীল, দ্বীপ চৌধুরী, অমিত শীল প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাধারণত ফুলের টবে, টায়ারের খোল, ডাবের খোসায়, পরিত্যাক্ত কৌটায় জমানো পরিষ্কার পানিতে এডিস মশা নিধনের কথা বলা হলেও নির্মাণাধীন ভবনের ব্যবহৃত জমানো পানিতেও এডিস মশা জন্মানোর প্রধান এবং বড় সোর্স। কেবল নালা-নর্দমা পরিষ্কার আর নালায় মশার ওষুধ ছিটানো নয় বরং নির্মানাধীন ভবনগুলোর মালিকদের সচেতন করতে হবে নিজ নিজ ভবনের ছাদে বা প্যাকেটে জমানো পানি পরিষ্কার করতে। প্রতিদিনই এলাকা মনিটরিং করতে হবে। দেখতে হবে কোথাও এডিস মশার বংশবিস্তার হচ্ছে কিনা। এভাবে জনসচেতনতাই ডেঙ্গু রোগ থেকে এই সমাজকে রক্ষা করতে হবে। বিজ্ঞপ্তি