ফটিকছড়ির গণমানুষের সুখে-দুঃখে সবসময় ছিলাম: জেলা পরিষদ চেয়ারম্যান

18

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে নগরীর এ কে কনভেনশন হলে গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মনজুরুল কিবরীয়া, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট রকিবুল আলম চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিছ চৌধুরী।
প্রধান অতিথি ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের নির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে অভিষিক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এডভোকেট আবছার উদ্দিন হেলাল, ৪নং ইউপি চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন, মোহাম্মদ রাসেদ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্ল্যাহ শাহীন, এডভোকেট তরুন কিশোর দেব, ডাঃ প্রীতি বড়ুয়া, ড. সঞ্জয় বড়ুয়া, এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, শওকত সিকদার, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, অধ্যাপক আহসান উল্যাহ, সাংবাদিক আহমদ আলী চৌধুরী, সাবেক চেয়ারম্যান শফিউল আলম, কামাল উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, সমাজ সেবক হারুন অর রশিদ, অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ, মোঃ রেজাউল করিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন- ফটিকছড়ির গণমানুষের সুখে-দুঃখে সবসময় ছিলাম।
অতীতে কাছে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। ফটিকছড়ির যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, রাবার ড্যাম স্থাপন এবং রামগড় স্থল বন্দর করার ক্ষেত্রে তার ভূমিকা তুলে ধরেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন- সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে – ফটিকছড়িবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক গড়ে তোলা। যৌতুক এবং এর কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। শিক্ষিত যুবক-যুবতীদের প্রযুক্তি শিক্ষায় পারদর্শী করে কর্মসংস্থানে সহযোগিতা করা।

দ চেয়ারম্যান