ফটিকছড়িতে দেড় কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

51

ফটিকছড়িতে ব্যক্তি উদ্যোগে দেড় কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত ১৭ অক্টোবর উপজেলার মোহাম্মদ তকিরহাট-সমিতিরহাট সড়কে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও আ.লীগ নেতা আবু আহম্মদ। মধ্যপ্রাচ্যের কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া এ কর্মসূচির উদ্যোক্তা। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জিন্নাত আলী, সাহেদুল আলম সাহেদ,আনোয়ার জাহেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহ আলম, আবছার তালুকদার, শফিউল আজম, আব্দুল হক বাবুল মেম্বার, ফজলুর রহমান, সিরাজুল হক,রাশেদুল হাসান,মাহাবুল আলম,নরুদ্দিন,হোসেন প্রমুখ। কর্মসূচির উদ্যোক্তা প্রবাসী জিয়া উদ্দিন জিয়া বলেন, বৃক্ষের সাথে জড়িয়ে আছে আমাদের অস্তিত্বের সম্পর্ক। আমাদের জীবন ও জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিহার্য। বৃক্ষ সমস্ত প্রাণীর খাদ্য যোগান দেয়। বিশাল এ প্রাণীজগৎকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দেয়। সেই সাথে প্রাণীজগৎকে বিপন্নকারী কার্বন-ডাই অক্সাইড শোষণ করে। তার সুবিশাল শাখা-প্রশাখা বিস্তার করে বৃক্ষ দগ্ধ পৃথিবীকে শীতল করে। বন্যা, ক্ষরা, ঝড় নিয়ন্ত্রণ করে বৃক্ষ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আবহাওয়া ও জলবায়ুকে নাতিশীতোষ্ণ রাখে। মাটিকে উর্বর করে তোলে। গ্রিনহাউজ প্রতিক্রিয়ারোধ করে পৃথিবীকে বাসযোগ্য করে তোলে বৃক্ষ।
তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ ও পরিচর্যার কোন বিকল্প নেই। ছোটবেলায় যেসব বৈচিত্র্যপূর্ণ গাছপালা আর ফুল, পাখি দেখে বড় হয়েছি, সেসব আজ বিলীন হতে চলেছে। পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী আজ আওয়াজ উঠেছে বেশি করে গাছ লাগানোর। সে দায়বদ্ধতা থেকে সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি গাছ রোপণের উদ্যোগ নিয়েছি।