প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগে ডাটা সায়েন্স সেমিনার

16

 

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সহযোগিতায় ডাটা সায়েন্সের উপর সেমিনার ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ‘ডাটা সায়েন্স ইন দ্যা এইজ অব বিগ ডাটা’ শিরোনামে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বখ্যাত এইচ এন্ড এম গ্রুপের টেকনিক্যাল প্ল্যাটফর্ম, সুইডেন-এর পরিচালক ড. মিজবাহ উদ্দীন।
সহকারী অধ্যাপক শাহরীনা আকতারের সভাপতিত্বে ও প্রভাষক রাজিব কর্মকারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং আলোচক ছিলেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির। মূল প্রবন্ধে ড. মিজবাহ বিগ ডাটার পরিচয় তুলে ধরে এর সঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সায়েন্স ইত্যাদির সমন্বয়ে ডাটা সায়েন্স ধারণার বিস্তারিত আলোচনা করেন। বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সেমিনার অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি