প্রাণ-প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে

5

প্রতারণার মাধ্যমে রেল কর্তৃপক্ষ সিআরবিকে ইউনাইটেড গ্রæপের হাতে তুলে দিয়েছে। রেলওয়ে হাসপাতালকে উন্নত করার নামে রেল কর্তৃপক্ষ হাসপাতালটিকে বাণিজ্যিক হাসপাতালে পরিণত করার উদ্যোগ নিয়েছে। সিআরবি হাসপাতালকে সিআরবি ভবনের বিপরীতে দেখিয়ে হাসপাতাল এলাকাকে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে দেখিয়েছে। সিআরবি এলাকার ভূমির কোন লিজমূল্য থাকা না সত্বেও প্রতারণার মাধ্যমে মাত্র ৪০ টাকা/ বর্গফুঠ/ বছর লিজ দিয়েছে। প্রচলিত বাংলা ভাষা আইনকে চ্যালেঞ্জ করে সব কাজ ইংরেজিতে করার বাধ্যবাধকতা রেখে চুক্তি করা হয়েছে। এটি রেল ও জনগণের স্বার্থ বিরোধী চুক্তি, এটি বাংলাভাষা বিরোধী চুক্তি। এই চুক্তি বাতিল করতে হবে। গত ৪ সেপ্টেম্বর ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ে অনুষ্ঠিত এক সভায় সিআরবি রক্ষা মঞ্চের নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য দেন। এড. এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে ও মইনউদ্দিনের সঞ্চালনায় এই সভায় বক্তব্য দেন সিআরবি রক্ষা মঞ্চের সমম্বয়ক ডা. মাহফুজুর রহমান, রাজা মিয়া, রিদওয়ান, সোলায়মান খান, মানস নন্দী, অধ্যাপক আমিন উদ্দিন, শুক্কুর চৌধুরী, হাসান মারুফ রুমি, বেলাল হোসেন প্রমুখ। সভা শেষে একটি মিছিল ঈদগাহ এলাকা প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি