প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা পাচ্ছে চন্দনাইশে ৪ হাজার ৮শ পরিবার

32

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন পরিবারের মাঝে সাড়ে ১২’শ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে চন্দনাইশে ৪ হাজার ৭’শ ৯১ পরিবার পাচ্ছে এ সাহায্য। তবে তালিকা প্রস্তুতিতে আত্মীয়করণের অভিযোগ উঠেছে। দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারের মাঝে এককালীন ২ হাজার ৫’শ টাকা করে নগদ অর্থ সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করার লক্ষ্যে চন্দনাইশে ইতোমধ্যে তালিকা কাজ সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন। তিনি বলেছেন, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিক ও হকারসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী ২ হাজার ৫’শ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ তালিকা প্রস্তুতিতে ইউনিয়ন পরিষদ কর্তৃক সংগ্রহ করে প্রাথমিক স্তরের শিক্ষকগণ দিয়ে তথ্য যাচাই বাচাই কাজ সম্পন্ন করার পর গত ১৬ মে যথাযথ কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে তালিকা প্রস্তুতিতে আত্মীয়করণের অভিযোগ উঠেছে। যারা এ তালিকা প্রস্তুত করেছেন তারা তাদের অধিকাংশ আত্মীয়ের নাম সংযুক্ত করেছে। ফলে পুরো এলাকায় সমবন্টন হয়নি বলে এলাকাবাসী জানান। এ অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন। উল্লেখ্য, সারাদেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে এককালীন ২ হাজার ৫’শ টাকা করে ১ হাজার ২’শ ৫০ কোটি টাকা নগদ সহায়তা বিতরণ করা হচ্ছে। বিকাশ, রকেট, নগদ ও সিওর ক্যাশের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’ কোটি টাকার তহবিল বিতরণ করা হবে। প্রতি পরিবারে ধরা হয়েছে ৪ জন সদস্য, সেই হিসেবে এ নগদ সহায়তায় উপকার ভোগী হবে ২ কোটি মানুষ। প্রতিদিন ১০ লাখ মানুষ নগদ সহায়তা পাওয়ার পাশাপাশি আগামী ১৮ মে’র মধ্যে এ বিতরণ সম্পন্ন করা হবে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা সহায়তা প্রাপ্তদের তালিকা তৈরি করা হয়েছে।