পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ভার্সিটিতে কর্মশালা

7

 

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনি ভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ এর উদ্যোগে আজ ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘কনসেপ্ট টু প্রোডাকশন: এ জার্নি টু ফ্যাশন ওয়ার্ল্ড’ বিষয়ক কর্মশালার আয়োজন হতে যাচ্ছে। উক্ত কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব তানজিবুল হাসান সজীব।
উক্ত কর্মশালা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। ফ্যাশন ডিজাইন বিভাগের সভাপতি তামিমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। শিক্ষার্থীরা ডিগ্রী অর্জন করে নিজেকে পেশাগত ভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় নিয়মিত কর্মশালার আয়োজন করে যাচ্ছে।