পুষ্টি ও মূল্যায়ন বিষয়ক সভা

12

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে চট্রগ্রাম সিটি করপোরেশনের তত্ববাবধানে ইউএসসিডিসি এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ও বাংলাদেশ কারিগরী সহায়তায় নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মহানগরীর নির্বাচিত তিনটি ওয়ার্ডের ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকালে চসিক জেনারেল হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সরোয়ার, জোনাল মেডিকেল অফিসার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ইপিআই টেকনিশিয়ানগণ। সভায় শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য রোগত্তবিদ ডা. বুশরা তাবাস্সুম। সভাপতির বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টপ্রাম সিটি করপোরেশনের উত্তর আগ্রাবাদ, দক্ষিণ আগ্রাবাদ ও গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ৫২ দিনব্যাপী অপুষ্টি যাচাইকরণ এবং পুষ্টি প্যাক বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনে ৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি যাচাইকরণ, পুষ্টি প্যাক বিতরণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় নগরীর ৩১৫৪জন শিশুর সঠিক ওজন ও উচ্চতা যাচাই, অপুষ্টি কী, পুরিপুরক খাবার এবং কোন বয়সে কী পরিমান খাবার খেতে হবে সেসব দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মাঝে ২৫ হাজার পুষ্টি প্যাক সরবরাহ করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সের শিশুদের বয়সের সাথে বেড়ে ওঠা স্ক্রিনিং এবং পুষ্টি কার্ড বিতরণ করা হয়।