পারভেজ মোশাররফের হামলাকারীকে মুক্তির নির্দেশ আদালতের

12

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সামরিক শাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফের ওপর হামলাকারী আসামিকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি সরদার তারিক মাসুদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আসামি রানা তানভীরের মুক্তি না পাওয়া সংক্রান্ত মামলার শুনানি করেন। শুনানি চলাকালে সাজাপ্রাপ্ত আসামি তানভীরের আইনজীবী হাসমত হাবিব বলেন, মক্কেল তার প্রাপ্ত সাজা শেষ করেছেন, কিন্তু এখনও মুক্তি দেওয়া হচ্ছে না। তাকে ১৪ বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্ত ২০ বছর ধরে কারাগারে রয়েছেন বলে দাবি করেন তিনি। উভয়পক্ষের যুক্তি শোনার পর জেল কর্তৃপক্ষকে তানভীরকে মুক্ত করার নির্দেশ দেন আদালত।