পাথরঘাটা সর্বস্তরের সচেতন সনাতনী গোষ্ঠীর সমাবেশ

18

দুর্গোৎসব চলাকালীন সারাদেশে প্রতিমা ও মন্দির ভাংচুর, পুরোহিত হত্যার প্রতিবাদে গত ১৬ অক্টোবর বিকালে ৩৪ নম্বর পাথরঘাটা সর্বস্তরের সচেতন সনাতনী গোষ্ঠীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাথরঘাটা গীর্জার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠক টিপু দাশ গোপাল। ইঞ্জিনিয়ার শেখর দাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা। বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক দেবব্রত নাথ জুয়েল, জাগো হিন্দু পরিষদ নেতা সুভাষ দাশ, হিন্দু মহাজোট নেতা সুজিত, শ্যামল দাশ, মুছা কলোনি পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ সেন, শুভ দাশ, অভি দাশ, পাথরঘাটা পূজা পরিষদের নির্বাহী সভাপতি সুভাষ দাশ রুপন, সাধারণ সম্পাদক সুমন বিশ্বাঙ্গী, কর্মকর্তা রণি দাশ, মিঠুন দাশ, শুভঙ্কর দাশ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।