‘পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করছে তুরস্ক’

14

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্ক কয়েকটি যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে, যা পাকিস্তানের নৌবাহিনীর কাছে বিক্রি করা হবে। রবিবার তুরস্কের নৌবাহিনীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্বের যে দশটি দেশ নিজেরা যুদ্ধজাহাজ নির্মাণ, নকশা ও রক্ষণাবেক্ষণ করে, তাদের মধ্যে তুরস্ক একটি। এরদোয়ান আরও বলেন, আমাদের নৌবাহিনীর গৌরবোজ্জ্বল জয়ের ইতিহাস রয়েছে। এই বাহিনীকে আরও শক্তিশালী করার মধ্য দিয়ে এই ধারা অব্যাহত থাকবে। ২০১৮ সালে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের সঙ্গে চারটি মিলজেম শ্রেণির যুদ্ধজাহাজ কেনার জন্য চুক্তি করে।
এসব যুদ্ধজাহাজ রাডার এড়িয়ে চলাচল করতে পারে। রবিবার এরদোয়ান ও পাকিস্তান নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি চারটি যুদ্ধজাহাজের নির্মাণকাজ উদ্বোধন করেন। চুক্তি অনুসারে, দুটি জাহাজ তুরস্কে ও দুটি পাকিস্তানে তৈরি হবে। মিলজেম যুদ্ধজাহাজ ৯৯ মিটার দীর্ঘ এবং ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে।