পরিবেশবান্ধব ব্লকের উৎপাদন শুরু করলো ডায়মন্ড সিমেন্ট

2

পরিবেশবান্ধব ডিসিএল বøকের উৎপাদন শুরু করলো দেশের অন্যতম সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। কর্ণফুলী উপজেলার ইছানগর ডায়মন্ড সিমেন্টের কারখানা চত্বরে গত বৃহস্পতিবার বিকালে ফিতা কেটে কারখানার উদ্বোধন করেন ডিসিএল ব্লকের পরিচালক আবদুল্লাহ ইফতেখার চিশতী ও ফরচুন নেভিগেশনের পরিচালক আবদুল্লাহ আল মামুন।
কর্মকর্তারা জানান, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ডিসিএল ব্লক অত্যাধুনিক অটোমেশিনে তৈরি করছে ইটের বিকল্প পরিবেশবান্ধব কংক্রিট ব্লক। পোড়া মাটির ইটভাটার কারণে কৃষি জমি ও পরিবেশের নানামুখী ক্ষতির কথা বিবেচনা করে ডিসিএল ব্লক উৎপাদনের উদ্যোগ নেয়া হয়।
ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ, পরিচালক লায়ন মো. হাকিম আলী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক (অপারেশন) আবদুল বারী, জিএম (একাউন্টস) এবিএম কামাল উদ্দীন, জিএম (প্ল্যান্ট) গোলাম মোস্তফা, ডিজিএম (একাউন্টস) আব্দুল হান্নান, ডিজিএম (সিভিল) সুমেধ বড়ুয়া, ডিজিএম (প্রোডাক্টশন) সাজ্জাদুল আনিস চৌদুরী, ডিজিএম (মেইনটেন্যান্স) আবদুল মান্নান, ডিজিএম (ইলেকটিক্যাল) ইউসুফ চৌদুরী, সিনিয়র ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আমান উল্লাহ চৌধুরী, এজিএম (এডমিনিস্ট্রেশন এন্ড সিকিউরিটি) আলমগীর হোসাইন, এজিএম (ভ্যাট) হাফেজ আহমেদ, ডিসিএল ব্লকের ইনচার্জ সুপ্রকাশ দাস, রুপালী ট্রেডিং এর পরিচালক আবদুল্লাহ আল মুরাদ ও আবদুল্লাহ আল নওশাদ সহ ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ও ডিসিএল বøকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির