পথশিশুদের খাবার বিতরণ

111

করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে হতদরিদ্র, ছিন্নম‚ল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)। ২ মে শনিবার বিকেলে ৫টায় ১৯তম দিনের মতো নগরীর ইস্পাহানী মোড়, শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী রোড, লাভ লেইন, এনায়েতবাজার মোড়, ডিসি হিল, চেরাগী পাহাড়, ও এম.এ আজিজ স্টেডিয়ামের আশপাশের আশেপাশের এলাকায় ৩’শ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার তুলে দেয়া হয়। খাবার বিতরণে অন্যান্যের মধ্যে সহযোগিতা করেন ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, দপ্তর সম্পাদক এস.এম আবু ইউসুফ সোহেল, সদস্য জুনায়েদ আহমদ ওআমিনুল ইসলাম আজাদ প্রমূখ।
রান্না করা খাবার বিতরণের চলমান কর্মসূচী সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি করোনাভাইরাস পরিস্থিতিতে ভাসমান ও পথশিশুদের বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরকে আর্থিকভাবে অথবা রান্নার প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ইকো’র পাশে থাকার আহবান জানান। প্রয়োজনে ০১৮১৮-৩৯৭৩৪৫ অথবা ০১৮১৫-৮০৪০৬৭ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে। বিজ্ঞপ্তি