পটিয়ায় আদালতের আদেশে নির্মাণকাজ বন্ধ করেছে পুলিশ

33

পটিয়ায় আদালতের আদেশে নির্মাণ কাজ বন্ধ করেছে পুলিশ। পটিয়া নতুন থানাহাট সংলগ্ন বিরোধীয় জমিতে সেমিপাকা স্থাপনা নির্মাণ না করার জন্য উভয় পক্ষকে পুলিশ নোটিশ প্রদান করেন। গত বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের থানা হাটের উত্তর পার্শ্বে আকতার হোসেনের সাথে মোহাম্মদ জাহাঙ্গীর গংদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করেন আকতার হোসেন। উক্ত মামলায় আদালত নালিশী জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ, পরিবর্ধন, পরিমার্জন, সংস্কারসহ সকল প্রকার কার্যকলাপ থেকে বিরত থাকার আদেশ প্রদান করে। প্রতিপক্ষরা আদালতের আদেশ উপেক্ষা করে বিরোধীয় জায়গায় কাজ চালিয়ে যাচ্ছিল। এদিকে, পটিয়া পৌরসভার নিকট থেকে অনুমোদন না নিয়ে ইমারত নির্মান করায় গত ২৮ জুন একটি স্মারকমূলে ইমারত নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়। পটিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী স্বাক্ষরিত মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে গংদের নোটিশে প্রদান করা হয়। এ ব্যাপারে আকতার হোসেন জানান, আমার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করলে আমি বাধা দেই। এ সময় প্রতিপক্ষরা আমার উপর হামলার চেষ্টা চালায়। পটিয়া থানার উপ পরিদর্শক বোরাহান উদ্দীন জানান, আদালতের নির্দেশ পেয়ে আমরা স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখতে নোটিশ জারি করেছি। পরে আদেশ উপেক্ষা করে নির্মাণ কাজ করতে গেলে আমরা তা বন্ধ করে দিয়েছি।