নুপুর কুমার ধর বেঁচে থাকবেন তাঁর কর্মে

3

 

মানুষ বেঁচে থাকে তার সৃষ্টির মধ্যে। নুপুর কুমার ধর তাঁর কর্মের মধ্যে আমাদের মধ্যে বেঁচে থাকবেন। ব নুপুর কুমার ধর কে হারানো শোক আমাদের একত্র করেছে, আমরা যেন এভাবে একজোট হয়ে থাকতে পারি। প্রবীন শিক্ষক, ঋদ্ধ সমাজকর্মী, দক্ষ সংগঠক নুপুর কুমার ধরের স্মরণ ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সম্প্রতি মীরসরাই উপজেলা অডিটোরিয়াম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ মীরসরাই উপজেলার আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। নুপুর ধরের জীবনপঞ্জী পাঠ করেন বিষুদেব সাহা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মীরসরাই উপজেলার সভাপতি শ্যামলেন্দু দাশ’র সভাপতিত্বে ও ক্ষুদিরাম দাশ, নয়ন ধুম, রনেণ দাশ মিশুকের সঞ্চালনায় গীতা থেকে পাঠ করেন বিজয় চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন প্রিয়ানন্দ মহাথেরো।
উপস্থিত ছিলেন উত্তর জেলার আওয়ামী লীগ সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা দ্বিবেশ চন্দ্র নাথ, স্বপন কুমার নাথ, পিযুষ আর্চায, প্রদীপ কুমার দে, সঞ্জিত সাহা টিটু, কালীপদ বিশ্বাস, ঐক্য পরিষদ সীতাকুন্ড সভাপতি পঙ্কজ দেবনাথ, পলাশ চৌধুরী, লাভু বড়ুয়া, সনাতন গোস্বামী, সাইফুল ইসলাম মিন্টু, সাংবাদিক রনজিত ধর, কল্যাণ রায়, রনি নাগ, সৈকত চৌধুরী, নয়ন মনি শর্মা, রুমন মজুমদার, সৈকত মজুমদার, অভিষেক নাগ , প্রান্ত চৌধুরী, সুজন শর্মা,অরুপ দেবনাথ, সৌরভ দত্ত, সাগর দাশ, বিষু দাশ প্রমুখ। সাম্প্রতিক সময়ে সংঠনের যারা প্রয়াত হয়েছেন নুপুর কুমার ধর, অরুণ পালিতসহ তাদের আত্মার সদগতি কামনার্থে একমিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে নুপুর কুমার ধর স্মরণে স্মরণিকা “অন্তিম” এর মৌড়ক উন্মোচন করা হয়।