নিখাঁদ দেশপ্রেমে ঋদ্ধ ছিলেন মনিরুজ্জামান ইসলামাবাদী

10

উপমহাদেশের মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সাংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক, দার্শনিক, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও চিন্তাবিদ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী স্মরণে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়নমূলক সংগঠন পরিস্থিতি ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় নগরীর কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিস্থিতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিস্থিতি ২৪ডটকম’র সম্পাদক এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সিএইচআরসি’র সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলামিষ্ট, প্রাবন্ধিক, নাট্যজন কবি ওসমান গণি চেীধুরী (অভীক ওসমান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, ইসলামাবাদীর দৌহিত্র গাজী ইসলামাবাদী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, বিশিষ্ট আইনবিদ এপিপি নাছির উদ্দিন, রাজনীতিবিদ এম হাশেম রাজু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আব্বাস উদ্দীন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস কুতুবী, শিক্ষক মিন্টু কুমার দাশ, ডা. সুভাস চন্দ্র সেন, ফটোসাংবাদিক ওছমান জাহাঙ্গীর, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, সংগঠক স.ম জিয়াউর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, প্রাবন্ধিক আবদুল্লাহ মজুমদার, লায়ন আবু তাহের, শিক্ষক গাজী বোরহান উদ্দীন, বেলাল হোসেন মিন্টু, সমীরণ পাল, নিজাম উদ্দীন চেীধুরী, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী, ইমরান সোহেল, ইউসুফ জালাল, নুরুজ্জামান, নাদের আলী, মো: সাহেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিস্থিতি২৪ডটকম এর যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দীন।