নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা ৪ জানুয়ারি

137

‘নাট্যমঞ্চ’-এর আয়োজনে আগামী ৪ জানুয়ারি, শনিবার বিকাল পাঁচটায় চট্টগ্রাম শিল্পকলা একডেমি মিলনায়তনে বহুমাত্রিক প্রতিভা সাহিত্যিক জহুরুল হকের ১২তম মৃত্যুবার্ষিক উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা’। প্রথম পর্বে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মারক বক্তৃতা’ প্রদান করবেন নাট্যগবেষক ড. ইউসুফ ইকবাল। এর পর ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা-স্মারক’ প্রদান করা হবে। এবারের সম্মাননা-স্মারক গ্রহণ করবেন স্বনামধন্য অভিনেত্রী ও নাট্যনির্দেশক দিলারা জামান এবং খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক সনজীব বড়ুয়া। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, নাট্যকার রবিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সেক্রেটারি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, শিল্পী কাবেরী সেনগুপ্তা, নাট্যসংগঠক ও নির্দেশক শিশির দত্ত এবং কবি ফাউজুল কবির। দ্বিতীয় পর্বে কাবেরী সেনগুপ্তার সংগীত পরিচালনায় চৌধুরী জহুরুল হক রচিত গান পরিবেশন করবে সংগীত ভবন। গানের সুর করেছেন তুলিপ সেনগুপ্ত। সবশেষে, চৌধুরী জহুরুল হক রচিত নাটক ‘চিঠি’ পরিবেশন করবে অনন্য থিয়েটার। নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন সুচরিত চৌধুরী টিংকু। নাট্যমঞ্চ সম্পাদক জাহেদুল আলমের সভাপতিত্বে সমগ্র স্মরণসন্ধ্যা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. ইলু ইলিয়াস। বিজ্ঞপ্তি