দেশে শনাক্ত ২১৮ দুই জনের মৃত্যু

12

পূর্বদেশ ডেস্ক

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমার ধারায় গত একদিনে ২১৮ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (গতকাল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করে ২১৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৮ হাজার ৫০০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।
গত ২৪ ঘণ্টায় ৩৫০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন। নতুন শনাক্ত ২১০ জনের মধ্যে ১৩০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৬ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত একদিনে রংপুর বিভাগে কোনো রোগী পাওয়া যায়নি। খবর বিডিনিউজের