দৃষ্টি মেলে দেখি

14

 

ভোর বিহানে পুব আকাশে
সূর্য যখন ওঠে,
বিজয় গাঁথার মিষ্টি রঙিন
স্বপ্নগুলো ফোটে।

আঁধার যেন দূর করে ওই
মিষ্টি আলো জ্বলে,
দৃষ্টি মেলে দেখি সবাই
সৃষ্টি ছায়াতলে।

সবুজ শোভা রঙিন হাসে
পাখ পাখালির মেলা,
মনটা রাঙে অথই সুখে
আনন্দে যায় বেলা।

ঝলমলে রোদ স্বপ্ন এঁকে
খুশির দীপ্তি ছড়ায়,
মন জুড়ানো মূহুর্ত সব
জীবন স্রোতে গড়ায়।