দশ মোটরসাইকেল চালককে জরিমানা হাটহাজারীতে

46

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ৩ মে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নাজিরহাট, কাটিরহাট, মুনিয়া পুকুরপাড়, সরকারহাট, চারিয়া ও পৌরসভা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য তালিকা প্রদর্শন না করায় মুদির দোকানিকে ও ১০টি মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকা হেলমেট পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শরীফ উল্যাহ। উক্ত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, অভিযানে ১জন মুদি দোকানিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০০০ হাজার টাকা এবং ১ টি মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকা হেলমেট পরিধান না করা, ৩ জন যাত্রী আরোহন ইত্যাদি বিভিন্ন অপরাধে ৫০০০ হাজার টাকা, মোট ১১ টি মামলায় ৬০০০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। তিনি আরও জানান, বিকাল ৫টার মধ্যে ফার্মেসি ব্যাথিত সকল দোকান বন্ধ হচ্ছে কিনা, কোথাও জনসমাগম হচ্ছে কিনা, কোথাও আড্ডা হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে কঠোর মনিটরিং করা হয়। এছাড়া এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।