তরুণদের মধ্যে জরিপ চালাচ্ছে আওয়ামী লীগ

41

দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মত জরিপ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ জরিপে তরুণদের কাছে থেকে বিভিন্ন ধরনের মত সংগ্রহ করা হচ্ছে। জরিপ শেষে এর রিপোর্ট গ্রাফিক্স আকারে দলের শীর্ষ নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর উদ্যোগে এ জরিপ চলছে।
সিআরআই সূত্র জানায়, আওয়ামী লীগের ওয়েবসাইটে একটি সাব-ডোমেইন করে এ জরিপটি শুরু হয়েছে। এখানে তরুণদের কাছ থেকে আওয়ামী লীগের কাছে প্রত্যাশা, বর্তমান পদক্ষেপ সম্পর্কে অভিমত, দেশ পরিচালনায় পরামর্শ, সরকার পরিচালনায় সফলতা-ব্যর্থতা ও বিরোধী দলে ভূমিকার মূল্যায়ন জানতে চাওয়া হয়েছে। ‘৭০-এ আওয়ামী লীগ: কী ভাবছে তারুণ্য?’ শিরোনামে এ জরিপ চলছে।-খবর বাংলা ট্রিবিউনের
প্রসঙ্গত, গত ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।
অভিমত জরিপের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, শাসক দল আওয়ামী লীগের আগামী সম্মেলনের আগে এর ফল নীতি-নির্ধারকদের হাতে তুলে দেওয়া হবে। যেন দলের আগামী কমিটি গঠনে এর প্রভাব থাকে। পাশাপাশি সরকারের কর্মকান্ডের জরিপের অভিমতকে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হবে।
জরিপের বিষয়ে জানতে চাইলে সিআরআইয়ের রিসার্স কনসালটেন্ট ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণীদের অভিমত জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘গত জুন মাসের ২৫ তারিখে সিআরআই এবং ২৯ তারিখে আওয়ামী লীগের উদ্যোগে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের দু’টি অনুষ্ঠান হয়েছে। এতে দলের দায়িত্বশীল পদধারীসহ সরকারের মন্ত্রী, অন্যান্য নীতি-নির্ধারকরা ছিলেন। কিন্তু দু’টি অনুষ্ঠানে ২৫০ করে মাত্র ৫০০ জন তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। এ দুটি অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে, সারাদেশের অসংখ্য তরুণ-তরুণীর এমন অভিমত আওয়ামী লীগকে সমৃদ্ধ করবে। সে উদ্দেশ্যেই এ জরিপ পরিচালিত হচ্ছে।
গত এক জুলাই সোমবার থেকে আওয়ামী লীগের ওয়েবসাইটে এ জরিপ চলছে।