ডায়াবেটিক হাসপাতালে প্রশাসক নিয়োগে ৬ মাসের স্থগিতাদেশ

22

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে প্রশাসক নিয়োগে ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গত সোমবার চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী কর্তৃক সমাজসেবা অধিদপ্তরের জারিকৃত অফিস আদেশের বিরুদ্ধে করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল এ আদেশ দেন। আদেশে বলা হয়, গত ২৫ জানুয়ারি জারিকৃত সমাজসেবা অধিদপ্তরের অফিস আদেশের প্রেক্ষিতে সব ধরনের পরবর্তী পদক্ষেপে ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করা হলো। এর আগে গত ২৫ জানুয়ারি ‘চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির’ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। সেদিনই সমাজসেবা অধিদপ্তরের এক অফিস আদেশে মোস্তফা মোস্তাকুর রহিম খানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও কর্মকর্তা যোগদান করেনি।
সমাজসেবা অধিদপ্তরের ওই অফিস আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিবিধ অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগগুলো তদন্তে জন্য তিন সদস্যের কমিটি গঠন হয়। তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৬১ সালের ৪৬ নম্বর অধ্যাদেশ অনুযায়ী সমাজ কল্যাণ সংস্থাগুলোর ধারা এবং ৯ উপধারা মোতাবেক বর্তমান কার্যনিবাহী পরিষদ সাময়িক বরখাস্ত প‚র্বক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থগুলো অধ্যাদেশে ১৯৬১ এর ৯ (২) উপধারা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।