ট্রাম্পকে মুখ বন্ধ রাখার আদেশ নিউইয়র্ক আদালতের

6

আন্তর্জাতিক ডেস্ক

ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলা শুরুর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখার আদেশ দিয়েছেন নিউইয়র্ক আদালত। মঙ্গলবার (২৬ মার্চ) বিচারপতি জুয়ান মার্চান এ আদেশ দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্পকে আদালতের কর্মী, বিচারক, সাক্ষী এবং জেলা অ্যাটর্নির কার্যালয়ের আইনজীবী বা তাদের পরিবার সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অনুরোধের প্রেক্ষিতে বিচারপতি জুয়ান মার্চান ট্রাম্পকে এ আদেশ দেন। এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রæথ সোশ্যালে বিচারপতি মার্চানের মেয়েকে আক্রমণ করেন ট্রাম্প। সেই সঙ্গে বিচারককে ট্রাম্প বিদ্বেষী বলে অভিহিত করেন। এমন আদেশে ক্ষুব্ধ ট্রাম্পের প্রচারণা শিবির। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিচারকের এমন আদেশ ট্রাম্পের বাক স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করেছে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আগামী ১৫ এপ্রিল ট্রাম্পের বিচার শুরু হবে। বিবাদীপক্ষের সময়ের আবেদন নাকচ করে দিয়ে বিচারপতি মার্চান এই দিন ধার্য করেছেন।