জয়বাংলা শিল্পী গোষ্ঠীর ছয় রাজনীতিবিদ শ্রদ্ধাঞ্জলি

62

গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম এর উদ্যোগে ছয়জন বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত ভাষাসৈনিক ‘আবদুল্লাহ আল হারুন-আতাউর রহমান খান কায়সার-আখতারুজ্জামান চৌধুরী বাবু-এম.এ. মন্নান-আলহাজ্বএ.বি.এম মহিউদ্দিন চৌধুরী-কাজী ইনামুল হক দানু’কে নিবেদিত শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, কবিতা ও কথামালা দিয়ে সাজানো অনুষ্ঠানে সজল দাশ ও নিলয় দে’র সঞ্চালনায় বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক, কলামিস্ট মো. আবদুর রহিমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সৈয়দ খোরশেদ আলম (হেলাল) এডভোকেট- জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম। প্রধান বক্তা ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভানু রঞ্জন চক্রবর্তী। বিশেষ আলোচক ছিলেন সংগঠক নোমান উল্লাহ বাহার, সংগঠক মো. ছবির আহমদ, সংগঠক শিমুল দত্ত। স্বাগত বক্তব্য রাখেন জয় বাংলা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী নারায়ণ দাশ, সাংবাদিক ইমরান সোহেল ও সংস্কৃতিকর্মী নিলয় দে। উপস্থিত ছিলেন শিক্ষক দুলাল বড়ূয়া, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মো. শাহ নুরুল আলম, সংগঠক রতন ঘোষ, রতন ভট্টাচার্য, সংবাদকর্মী সাথী কামাল ও মো. জাফর আলম প্রমুখ। শিল্পী ও সঙ্গীত পরিচালক অচিন্ত্য কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নারায়ণ দাশ, লোকসঙ্গীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিল্পী কাকলী দাশগুপ্তা ও শিল্পী নূপুর আক্তার। একক আবৃত্তি পরিবেশন করেন নন্দিত আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সংবাদকর্মী সাথী কামালকে শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয়। উদ্বোধক সৈয়দ খোরশেদ আলম (হেলাল) বলেন, সমাজের গুণী ব্যক্তিদের যারা সম্মান জানান তারাই বেশি সম্মানিত হন। জয় বাংলা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ছয়জন বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত ভাষাসৈনিক ‘আবদুল্লাহ আল হারুন-আতাউর রহমান খান কায়সার-আখতারুজ্জামান চৌধুরী বাবু-এম.এ. মন্নান-আলহাজ্বএ.বি.এম মহিউদ্দিন চৌধুরী-কাজী ইনামুল হক দানু’কে নিয়ে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজনের জন্য তিনি সংগঠনের কর্মকর্তাদের সাধুবাদ জানান।