জ্বালানি বাঁচাতে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, কর্মীদের হোম অফিসের পরামর্শ

2

সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। বিশেষ করে দেশটিতে জ্বালানি সংকট ভয়াবহ রূপ নিয়েছে। গত এক সপ্তাহ ধরে কলম্বো ও এর আশপাশের এলাকার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
তলানিতে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে খাদ্যসামগ্রী, ওষুধ, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানি করতে পারছে না কর্তৃপক্ষ। ব্যাংকিং ইস্যুতে গত সপ্তাহে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী জাহাজে পণ্য লোড না হওয়ায় পরের সপ্তাহেও তেল শ্রীলঙ্কায় পৌঁছাবে না বলেও জানিয়েছিলেন শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা। ফলে তেলের নতুন চালান পেতে অনির্দিষ্টকাল পর্যন্ত বিলম্ব হবে বলে জানান তিনি।