জেলা শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবসের শোভাযাত্রা

136

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন ও ইউনিসেফ’র সহযোগিতায় চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে গত ৭ অক্টোবর শিশু সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় শিশু একাডেমি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সাবিকুন নাহার মুসা। শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা, চাঁদের হাটের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আমিন, ওয়াল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক রবার্ট কমল সরকার, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ দোজা, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ মাহবুবু-উল-আলম, মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, মমতার চট্টগ্রামস্থ প্রকল্প ব্যবস্থাপক মুজতাহিদা কাওছার, উপলব্ধি সম্পাদক শেলী রক্ষিত, ঘাসফুলের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, কোডেকের ম্যানেজার নাজমুল হাসানসহ শিশু একাডেমির প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য সাবিকুন নাহার মুসা তাঁর বক্তব্যে শিশু অধিকার যাতে লংঘিত না হয় সে বিষয়ে সকল অভিভাবক ও শিক্ষকদের আরো সচেতন হওয়ার আহবান জানান। আগামী ৯ অক্টোবর বিকেল ৪টায় শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। এছাড়া গত ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমির গৃহীত সকল কর্মসূচিতে অংশগ্রহনের জন্য এনজিও সংস্থা ও সকল শিশুদেরকে শিশুদের আমন্ত্রন জানিয়েছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। বিজ্ঞপ্তি