জেলা পরিষদ থেকে চন্দনাইশে উন্নয়ন কাজে বরাদ্দ

16

চট্টগ্রাম জেলা পরিষদ থেকে গত অর্থবছরে নিজস্ব তহবিলের ২য় পর্যায়ে প্রায় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার কাজে প্রায় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমান সরকার ধনী-গরীব বৈষম্য দূরীকরণ ও গ্রামকে শহরে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে এ বরাদ্দ দেয়া হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। গত ১৪ আগস্ট সে ধারাবাহিকতায় উপজেলার ডাক বাংলো মিলনায়তনে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ হতে প্রায় অর্ধকোটি টাকার বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমেদ চৌধুরী রোকন, নুরুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন শিবলী, শেখ হেলাল উদ্দিন, চামুদরিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি আবদুর রহিম, জাহাঙ্গীর আলম, আবদুর রহিম প্রমুখ।