জাপান সাগরে ‘ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে’ উত্তর কোরিয়া

15

উত্তর কোরিয়া জাপান সাগরে দুটি প্রজেক্টাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার ছোড়া এই প্রজেক্টাইলগুলো ‘সম্ভবত ক্ষেপণাস্ত্র’, তবে সেগুলো কী ধরনের এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সে সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি। ক্ষেপণাস্ত্র হলে, এটি হবে চলতি বছর পিয়ংইংয়ের এ ধরনের দ্বাদশ পরীক্ষা, বলেছে বিবিসি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার ছোড়া প্রজেক্টাইলগুলো সাউথ পিয়ংগান প্রদেশ থেকে ছোড়া হয়েছে বলে তাদের ধারণা।
চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ছোড়া যায় এমন নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছিল। ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলেও জানিয়েছিল তারা।