জানুয়ারিতেই হতে পারে সিনহা হত্যা মামলার রায়

18

জানুয়ারিতেই অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ফরিদুল আলম।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এই মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়। এর আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সকাল সাড়ে ৯টার দিকে মামলায় অভিযুক্ত ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। যুক্তিতর্ক চলবে বুধবার (১২ জানুয়ারি) পর্যন্ত।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম জানান, শুরুতে আসামি লিয়াকত আলীর আইনজীবী অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করবেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করবেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী। এরপর রাষ্ট্রপক্ষে আমি তাদের যুক্তি খণ্ডন করবো। এই মাসের শেষের দিকে মামলার রায় আশা করতে পারি।