জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়ায় চ্যাম্পিয়ন লামার কোয়ান্টাম

10

লামা প্রতিনিধি

৫১ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ৬টি ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। ভলিবল, বাস্কেটবল ও টেবিল টেনিসে কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র-ছাত্রী আলাদা গ্রæপে অংশ নেয়। এর মধ্যে বাস্কেটবল ছাত্রদের দল উপঅঞ্চল পর্যন্ত চ্যাম্পিয়ন, আর বাকি প্রতিটি ইভেন্টে ছাত্র-ছাত্রী উভয় দলই জাতীয় পর্যায় পর্যন্ত চ্যাম্পিয়ন হয়।
গত ১০ জানুয়ারি থেকে ৭ ফেব্রæয়ারি পর্যন্ত এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যশোরে। ৬ ফেব্রæয়ারি যশোরে অনুষ্ঠিত ভলিবলে ছাত্র ও ছাত্রী দুই দলই চ্যাম্পিয়ন হয়। টেবিল টেনিস দ্বৈত খেলায় ছাত্র ও ছাত্রী এবং ছাত্রী একক খেলায় চ্যাম্পিয়ন হয় কোয়ান্টামের শিক্ষার্থীরা। আর টেবিল টেনিস ছাত্র এককে হয় রানারআপ। বাস্কেটবল প্রতিযোগিতায় কোয়ান্টামের এই ছাত্রী দলটি চ্যাম্পিয়ন হয়। এ বিষয়ে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের স্পোর্টস বিভাগের প্রধান শাহ আলম বলেন, ‘কোয়ান্টাম কসমো স্কুল ২০১৭ থেকে টানা ৪ বার ক্রীড়ানৈপুণ্যে দেশসেরা হয়েছে। এবছরও একক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ স্কোর পেয়ে ৫ম বারের মতো আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করার মূলে রয়েছে আমাদের শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন।’