জরিপের নামে গাড়ি তল্লাশি না করার অনুরোধ মালিকদের

3

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন জরিপের নামে তল্লাশি করছে তিন সদস্যের একটি সমন্বয় গ্রুপ। তবে এই সমন্বয় গ্রগ্রুপের কেউ গাড়ির মালিক নয় বলে অভিযোগ তুলেছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। তারা জরিপের নামে গাড়ি তল্লাশি করে যাত্রী, চালক ও মালিকদের হয়রানি করছেন। এধরনের হয়রানি বন্ধ করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছে সড়ক পরিবহন মালিক গ্রুপ।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম ও মহাসচিব মনজুরুল আলম চৌধুরী মঞ্জু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সংগঠনের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান পূর্বদেশকে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমন উপলক্ষে গণপরিবহন সেবা দেওয়ার জন্য মালিকগণ প্রস্তুত রয়েছেন। সেখানে ট্রাফিক পুলিশ দিয়ে গাড়ি জব্দ করার উদ্যোগ মালিকদের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে।