চ্যাটজিপিটি’র প্রতিদ্ব›দ্বী বার্ড আনার ঘোষণা গুগলের

7

পূর্বদেশ ডেস্ক
‘বার্ড’ নামে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। ‘কথোপকথনের এআই সেবা’ হিসেবে আত্মপ্রকাশ ঘটালেও পরীক্ষামূলক এই সেবাটি এখনই চালু করছে না এই ইন্টারনেট জায়ান্ট। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভাইরাল হওয়া চ্যাটবট চ্যাটজিপিটি’র সঙ্গে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যেই এই টুল- এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে। এই ধরনের টুল চালু করায় পথপ্রদর্শক হতে না পারায় এরইমধ্যে বিভিন্ন প্রশ্নেরও মুখোমুখি হয়েছে গুগল। জবাবে গুগল এগুলোর সম্ভাব্য বিপদের কথা বলছে। আপাতত এই ব্যবস্থাকে ব্যক্তিগত পর্যায়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সার্চ জায়ান্ট। এই ব্যবস্থা ও এর খুঁটিনাটি নিয়ে দুই বছর কাজ করার কথা বলেছে এই কোম্পানি। নির্ভরযোগ্য পরীক্ষকদের কাছে উন্মুক্ত করে প্রকল্পটিকে আরও এক ধাপ এগোনোর পর আসন্ন সপ্তাহগুলোতে এটি সার্বজনীনভাবে চালুর কথাও জানিয়েছে তারা।
ঘোষণার সময় কোম্পানিটি ওপেনএআই’র চ্যাটজিপিটি সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি বা বহুল ব্যবহৃত জনপ্রিয় এই চ্যাটবটের সঙ্গে নিজস্ব ব্যবস্থার তুলনাও করেনি। বরং, নতুন এই টুল কী ধরনের কাজ করতে পারে, ওই বিষয়টির ওপর বেশি মনযোগ দিয়েছে গুগল। খবর বিডিনিউজের
‘বার্ড আমাদের বৃহৎ ভাষার মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সঙ্গে বৈশ্বিক জ্ঞানের বিস্তৃতিকে একত্রিত করতে চায়। নতুন, উচ্চ-মানের প্রতিক্রিয়া প্রদানে এটি ওয়েব থেকে তথ্য নেয়’- বলেছে গুগল।