চোখ পেতে রেখেছি

31

চোখ পেতে রেখেছি চোখেরও ওপারে
একটা গ্রহণমুক্ত নতুন চাঁদ দেখবো বলে
নিশির তিমিরে যেন বোবা নক্ষত্রদের
অগোছালো সব বৃথা আয়োজন!
পূর্ণিমার রুপালি চাদর সরিয়ে
মুক্ত আকাশের গুপ্ত আবরণ খুলে দেয় যে
সে তো কাক্সিক্ষত সে নয়!
গহন দহন শেষে একাই বহন করে চলেছি
নিশ্ছিদ্র বেদনার পাষাণ ভার
যেটুকু পাওয়ার বাসনায় আজন্ম তৃষ্ণা অপার
জলাঙ্গীর ঢেউয়ের মতোই তা আছড়ে পড়ে বারংবার
অপূর্ণ আকাক্সক্ষার পূর্ণ সরোবরে।
কণ্ঠ বুজে আসে আকণ্ঠ গøানির ভারে
চোখ দু’টো তবু পাতানোই থাকে অনিশ্চিত ওপারে।