চুয়েটে বিশ্ব শিক্ষক দিবসে লেখক-গবেষক কর্মশালা

4

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতি’র উদ্যোগে দিনব্যাপী বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে লেখক-গবেষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। লেখক-গবেষক কর্মশালাটি পরিচালনা করেন এলসেভির-এর সিনিয়র কাস্টমার কনসাল্টেন্ট ভিশাল গুপ্ত। অনুষ্ঠানের শুরুতে চুয়েটের গবেষণা কর্মকাÐ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এলসেভির-এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক নিথিন রাওয়াত। এছাড়াও শিক্ষক দিবস উপলক্ষ্যে সন্ধ্যা ৭টায় ‘চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে বাংলাদেশ: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ভূমিকা” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উক্ত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। বিজ্ঞপ্তি