‘চাষ না করলে জমি হবে সরকারি’  বাস্তবায়নে মাঠে সন্দ্বীপ প্রশাসন 

53

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে আবাদি জমিতে যারা চাষ না করে ফেলে রেখেছে, সে জমিগুলো খুঁজে বের করছে উপজেলা প্রশাসন। এবং জমির মালিকদের সরকারি নির্দেশনা সম্পর্কে অবগত করা হচ্ছে। সরকারি নির্দেশনা মতে, কোন ব্যক্তি তার জমি কৃষি কাজে ব্যবহার না করে ফেলে রাখলে উক্ত জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯২ (১) (গ) ধারা মোতাবেক খাস করা হবে।সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন বলেন, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছি। সকলকে আবাদি জমিতে চাষ করার জন্যে নির্দেশনা দেওয়া হচ্ছে। কোন কৃষি জমি পরপর ৩বছর অনাবাদি থাকলে বিদ্যমান আইন অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণে নেয়ার বিধান রয়েছে। তিনি আরো বলেন, আইন অনুযায়ী আবাদি জমি চাষ না করা হলে উপজেলা প্রশাসন সে জমিগুলো খাস করে ফেলবে। উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির গত ১৩সেপ্টেম্বর ২০২২ এ অনুষ্ঠিত সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাদি জমি চাষের নির্দেশনা দেন। তিনি বলেন, “জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোন জমি আবাদের বাহিরে রাখা যাবে না।”